সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকাল থেকে দিনবাপী উপজেলার কালাপুর ইউনিয়নের ফুলছড়া ছা বাগানের চাতালী ডিভিশনের নাচ ঘরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এনজিও সংস্থা ম্যাক বাংলাদেশের আয়োজনে ও জেলা সিভিল সার্জন কার্যালয় মৌলভীবাজার ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সহযোগিতায় মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মুজিবুর রহমান মজুল।
ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ এর সঞ্চালনায় গর্ভবতি মাসহ স্থানীয়দের স্বাস্থ্য সেবা দিতে উপস্থিত ছিলেন ডা: বাবলি সিংনহা, সিনিয়র স্টাফ নার্স তোয়াহিদা নাসরিন হলি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সঞ্জিত কুমার রায়, এইচএ চপ্পল রায়, ল্যাব টেকনেশিয়ান অশাক কুমার পাশ, পিএইচডি প্রতিনিধি হাবিবুর রহমান ও সৈয়দা আরমিনা আক্তার প্রমুখ।
এসময় ম্যাক বাংলাদেশ এর অঙ্গ সংগঠন ও ম্যাপ এর ২৫ সদস্য এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সাবিক সহযোগীতা করেন। মেডিকেল ক্যাম্পে রংঙের গ্রুপ নির্নয়, ওজন পরিমাপ, ব্লাড পেশারসহ শারীরিক সমস্যার চেক-আপ শেষে ডাক্তারের পরামর্শে তাদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। জানাযায় আয়োজক কর্তৃপক্ষ ২শতাধীক লোকজন কে এ সেবা প্রদান করবেন। গর্ভবতি মাসহ স্বাস্থ্য সেবা গ্রহীতাদের সাথে আলাপ করে জানাযায়, করোনা ভাইরাসের প্রদুভাবে কারণে তারা স্বাস্থ সেবা থেকে প্রায় বঞ্চিত ছিলেন। এই অবস্থায় এই মেডিকেল ক্যাম্প তাদের খুই উপকারে এসেছে।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply