এইবেলা, বড়লেখা::
বড়লেখায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনার ধুম। পৌরশহরের বিপণি বিতাগুলোতে এখন ক্রেতাদের উপচে ভীড় লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতারা তাদের পছন্দের পোশাক কিনতে ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। তবে কাপড়ের দাম একটু বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। তবুও তারা সাধ্যের সঙ্গে মিল রেখে পরিবারের জন্য পোশাক কিনছেন। এদিকে শেষ সময়ে বেচাকেনা ভালো হওয়ায় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। কারণ গত দুই বছর করোনা ভাইরাসের কারণে বেচাকেনা বন্ধ ছিল।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত বড়লেখা পৌরশহরের বিপণি বিতাগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়। ব্যবসায়ীরা ক্রেতাদের আকৃষ্ট করতে মার্কেটগুলোতে আলোকসজ্জা করেছেন। তারা তাদের দোকানগুলোকে সাজিয়েছেন বিভিন্ন দেশী-বিদেশী পোশাকে। এসব দোকানগুলোতে রয়েছে শাড়ি, থ্রি-পিস, শার্ট, টি-শার্ট, লুঙ্গি ও পাঞ্জাবিসহ ছোটদের নানান ধরনের পোশাক। ক্রেতারা তাদের পছন্দের পোশাক ও জুতা কিনছেন।
পরিবারের জন্য পোশাক কিনতে আসা ক্রেতা বুশরা আক্তার ও রোকসানা আক্তার বলেন, তারা দুই বোন মিলে পরিবারের জন্য কাপড় কিনতে পছন্দের পোশাক কিনেছেন। তবে দাম একটু বেশি মনে হয়েছে।
স্ত্রী-সন্তান নিয়ে কাপড় কিনতে আসা ক্রেতা রুবেল আহমদ বলেন, তিনি স্ত্রী-সন্তানকে পোশাক কিনে দিয়েছেন। তিনিও নিজের জন্য পোশাক কিনবেন।
অটোরিকশা চালক জয়নাল উদ্দিন বলেন, জুতা-স্যান্ডেলের দাম মোটামুটি কম থাকলেও পোশাকের মূল্য বেশি। এর ফলে আমাদের মতো পরিবারের জন্য কষ্টদায়ক হচ্ছে। এক মেয়ের পোশাক কিনতে গিয়ে অন্য ছেলেমেয়েদের জন্য কিনতে সমস্যা হচ্ছে।
পৌরশহরের নূরজাহান শপিং সেন্টারের নিশাত জেন্টস এন্ড বেবি হাউসের সত্বাধিকারী মঞ্জুর আহমদ বলেন, গত দুই বছর করোনার কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। বেচাকেনা মোটেও হয়নি। এবার ঈদে ক্রেতাদের পছন্দের কথা চিন্তা করে বিভিন্ন ডিজাইনের পোশাক তুলেছি। প্রতিদিন আশানুরূপ বিকিকিনি হচ্ছে। ঈদের আগেরদিন পর্যন্ত এভাবে বেচাকেনা চলবে। পোশাকের দাম নাগালের মধ্যে আছে।
একই মার্কেটের বোরকা গ্যালারী ও ওড়না হাউসের সত্বাধিকারী আলতাফ হোসেন বলেন, আমার এখানে বিভিন্ন ডিজাইনের থান কাপড়, ওড়না ও বোরকা আছে। গভীর রাত পর্যন্ত বেচাকেনা হচ্ছে। কাস্টমারের চাপে দম ফেলার সুযোগ মিলছে না।
তালহা কালেকশনের সত্বাধিকারী সুলতান আহমদ খলিল বলেন, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভীড় বেড়েছে। শেষ সময়ে ভালো বিক্রি হচ্ছে। আমার দোকানে নারী-পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। একেবারে কম মুনাফায় পোষাক বিক্রি করায় তার দোকানে ক্রেতারা বেশি ভিড় করছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply