কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুর ডক্টরস এসোসিয়েশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ মাধবপুর ইউনিয়নে ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়।
মণিপুরী ডক্টরস এসোসিয়েশন এর আয়োজনে সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন শিশু এন্ডোক্রাইনোলজি বিভাগ ইউনিভার্সিটি অব এরিজোনা ইউএসএ এর সহকারী অধ্যাপক ডা. সুনীল কুমার সিংহ, সুনামগঞ্জ সিনিয়র কনসালটেন্ট শিশু বিভাগ ২৫০ শয্যা বিশিষ্ট হাস্পাতাল ডা, আশুতোষ সিংহ, ডাঃ নমিতা রানী সিনহা, ডা. স্বপন কুমার সিংহ, ডা. বিশ্বজিৎ কুমার সিংহ।
মণিপুর ডক্টরস এসোসিয়েশনের আহব্বায়ক ডা. পরেশ সিংহ জানান, নিজের কর্মক্ষেত্রে পাশাপাশি বিভিন্ন স্থানে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে প্রতি বছর সাধারণ মানুষদের চিকিৎসা সেবা প্রদান করে থাকি। ডাক্তার হিসাবে এটা আমাদের একটি মানবিক দায়িত্ব পালন করার চেষ্টা করছি। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে পাঁচজন মেডিসিন, শিশু, গাইনি, কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply