জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ১১ জন জুয়ারিকে আটক করেছে জুড়ী থানা পুলিশ। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এবং পুলিশ পরিদর্শক( তদন্ত) হুমায়ুন কবীরের নেতৃত্বে জুড়ী থানার একদল পুলিশ বৃহস্পতিবার রাতে পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর বিল্লাল ডেকোরেটর থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং জুয়ার বোর্ডে প্রাপ্ত নগদ ৪ হাজার ১৫০ টাকাসহ ১১ জন জুয়াড়ীকে আটক করা হয়।
সম্প্রতি জুড়ীতে মাদক ও জুয়ার সাথে জড়িত বেশকিছু অপরাধীকে থানা ও ডিবি পুলিশ আটক করে। এতে মাদক ও জুয়া খেলার প্রবণতা ধীরে ধীরে কমে আসছে।
জুড়ী থানার ওসি মোঃ মোশাররফ হোসেন ১১ জন জুয়ারি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে এসআই ফরহাদ আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। #
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply