এইবেলা, বড়লেখা:
বড়লেখা পৌর শহরে অপরাধ নিয়ন্ত্রণে স্থাপন করা হচ্ছে উন্নত প্রযুক্তির ৬৪টি ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা। মঙ্গলবার বিকেলে বড়লেখা সদর ইউনিয়ন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্মার্ট নগর গড়ার লক্ষে বড়লেখা পৌরবাসী একধাপ এগিয়ে গেলেন।
ইতিমধ্যে পৌর শহরের সড়কের বিভিন্ন জায়গায় ১০টি ক্যামেরা বসানো হয়েছে এবং অন্যগুলো বসানোর কাজ চলছে। ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৩ লাখ টাকা। ক্যামেরা স্থাপন কাজে কারিগরি সহায়তা করছে সিসি ক্যামেরা এন্ড ডিজিটাল সার্ভিস প্রোভাইডার এমকে টেকনোলজি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মঈন উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সদর ইউনিয়ন চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply