বড়লেখা প্রতিনিধি :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।’ বুধবার রাত ১০টায় মৌলভীবাজারের বড়লেখাস্থ জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, ‘আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, তাই স্বাধীনতা বিরোধীদের হাতে আমরা ক্ষমতা দিতে পারি না। এ অবস্থায় স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো আপোষ নাই। আগামী নির্বাচন নিয়ে স্বাধীনতা বিরোধীচক্র ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্রের জবাব রাজপথে শক্তভাবে দেওয়া হবে। তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।’ মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি জোট তত্ত¡াবধায়ক সরকারের দাবি করছে। কিন্তু তত্ত¡াবধায়ক সরকার তো আগেই মারা গেছে। এই বাংলাদেশে আর তত্ত¡াবধায়ক সরকার ফিরবে না। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে; এটাই চূড়ান্ত।’
মতবিনিয়ম সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ফসিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বিধান দাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আইনজীবী জিল্লুর রহমান প্রমুখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply