এইবেলা, বড়লেখা ::
বড়লেখার গ্রামতলা ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র ও কিশোর ক্রিকেটার মুজিবুর রহমানকে গত ১২ আগস্ট সিলেটের দক্ষিণ সুরমায় এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস নির্মমভাবে চাপা দিয়ে হত্যা করে।
থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ এনা পরিবহনের বাস আটক করলেও ঘাতক চালককে আজও গ্রেফতার করেনি। স্কুলছাত্র হত্যাকারী পাষণ্ড এ চালককে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে ৩১ আগস্ট সোমবার দুপুরে নিহতের স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন করেছেন।
ছোটলিখা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বড়লেখা-শাহবাজপুর সড়কের পার্শে ঘোলসা সুচনা ক্রিকেট ক্লাব আয়োজিত মানববন্ধন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক উসমান আলী। সুচনা ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাইদুল ইসলাম জিবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক নুরুন নাহার চৌধুরী, সহকারী শিক্ষক বদরুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, নিরাপদ সড়ক চাই’র উপজেলা আহবায়ক তাহমিদ ইশাদ রিপন, সদস্য আব্দুল আজিজ, ক্রিকেটার আহমদ নোমান, বড়লেখা সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুন্তাসিম মাহাদি, ব্যবসায়ী সামছুল ইসলাম, শিক্ষার্থী সুমন আহমদ, মিজানুর রহমান, রিপন আহমদ প্রমুখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply