বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় একটি অসাধু চক্র উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিরাট অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। যা গত কয়েকদিন ধরে লোকমূখে ভেসে বেড়াচ্ছে। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান বৃহস্পতিবার দুপুরে বড়লেখা থানায় সাধারণ ডায়রি (জিডি নম্বর-৬১৫) করেছেন।
থানায় করা সাধারণ ডায়রিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান বলেন, তিনি লোকমুখে শুনতে পান অজ্ঞাতনামা প্রতারকেরা তার ও উপজেলা নির্বাহী অফিসারের নাম ব্যবহার করে প্রতারনার মাধ্যমে উপজেলার বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারকগণের এধরণের দুঃসাহসী কর্মকান্ডে সরকারী কর্মকর্তা হিসাবে মারাত্মকভাবে তার (পিআইও) ও ইউএনও’র সর্বোপরি উপজেলা প্রশাসনের সুনাম ক্ষুন্ন হচ্ছে। প্রতারকগণ সরকারী কর্মকর্তাদের নাম ব্যবহার করে এরূপ প্রতারনার আশ্রয় নেওয়ায় জনস্বার্থে বিষয়টির আইনগত ব্যবস্থা নিতে থানার অফিসার ইনচার্জের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
থানার ওসি মো. ইয়ারদৌস হাসান থানায় এসংক্রান্ত একটি সাধারণ ডায়রিভুক্তির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বলেন, এব্যাপারে আইনগত প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply