বড়লেখায় ভিডিএন’র চেয়ারম্যান স্ত্রীসহ গ্রেফতার-একাধিক মামলায় সাজা ও পরোয়ানা বড়লেখায় ভিডিএন’র চেয়ারম্যান স্ত্রীসহ গ্রেফতার-একাধিক মামলায় সাজা ও পরোয়ানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ মাস থেকে ১২ চা বাগানের শ্রমিকদের রেশন-বেতন বন্ধ কুলাউড়ার নবারুন আদর্শ বিদ্যাপীটের সভাপতির প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান কমলগঞ্জে অনুষ্ঠিত হলো খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে শ্রমিক লীগ নেতাকে শ্রমিক দলে রাখার পায়তারা বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে

বড়লেখায় ভিডিএন’র চেয়ারম্যান স্ত্রীসহ গ্রেফতার-একাধিক মামলায় সাজা ও পরোয়ানা

  • বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে ৬/৭ বছর ধরে লাপাত্তা ভেলেজ ডেভলপমেন্ট নেটওয়ার্ক (ভিডিএন) এর চেয়ারম্যান আব্দুল হাকিম ও তার স্ত্রী আছমা বেগমকে পুলিশ গ্রেফতার করেছে। গত বুধবার ভোরে বড়লেখা পুলিশ সিলেটের মেজরটিলা নুরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে বড়লেখা থানা পুলিশ।

গ্রেফতার আব্দুল হাকিম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের রুস্তুম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম বড়লেখা থানার চেক জালিয়াতিসহ ১২টি মামলার সাজা পরোয়ানাসহ মোট ১৫টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। তার স্ত্রী আছমা বেগমের বিরুদ্ধে দুটি মামলার সাজা পরোয়ানা রয়েছে। আদালতের রায়ের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মো.আবু তালেবের নেতৃত্বে একদল পুলিশ বুধবার ভোরে সিলেট শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হাকিম ও তার স্ত্রী আছমা বেগমকে গ্রেফতার করেন।

জানা গেছে, ভিলেজ ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (ভিডিএন) নামক বেসরকারি সংস্থা ২০০৩ সাল থেকে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আমানত হিসেবে হাতিয়ে নেয় ১৫ থেকে ২০ কোটি টাকা। সেই আমানতের মেয়াদপূর্তিতে লভ্যাংশসহ গ্রাহকদের ৫০ কোটি টাকারও বেশি পরিশোধের কথা। কিন্তু গ্রাহকদের লাভ দেওয়াতো দুরের কথা, ২০১৭ সালের মাঝামাঝি সময় মুলধনসহ উধাও হয়ে যান প্রতিষ্ঠানের কর্ণধার চেয়ারম্যান আব্দুল হাকিম, এমডি আয়াজ আলীসহ শীর্ষ কর্মকর্তারা। ২০১৭ সালের ২৩ নভেম্বর একটি জাতীয় দৈনিকের তৃতীয় পুষ্ঠায় ‘সিলেটে ৫০ কোটি টাকা হাতিয়ে ভিডিএন কর্তারা উধাও-১০ সহস্রাধিক গ্রাহকের মাথা হাত’ শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ ছাপা হলে ভুক্তভোগিরা বিভিন্ন আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বুধবার সন্ধ্যায় জানান, আব্দুল হাকিমের বিরুদ্ধে ১২টি সাজা পরোয়ানাসহ মোট ১৫টি মামলার পরোয়ানা রয়েছে। স্ত্রীর বিরুদ্ধেও সাজা পরোয়ানাসহ ওয়ারেন্ট রয়েছে। তারা দীর্ঘদিন আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সিলেট শাহপরান এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews