বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা পৌরশহরের উত্তর বাজারে শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ‘ঠিকানা ট্যুর এন্ড ট্রাভেলস’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শাহাব উদ্দিন এমপি।
প্রধান অতিথি বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, আগামি ৭ জানুয়ারি অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বড়লেখা-জুড়ীর মানুষ নৌকায় ভোট দেবেন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন।
ট্রাভেলস্ উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শায়খ খায়রুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কামরুল ইসলাম।

‘ঠিকানা ট্যুরস এন্ড ট্রাভেলস’ এর স্বত্তাধিকারী সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, পৌর কাউন্সিলার আবুল হাশিস স্বপন, সাবেক শিক্ষক নাজমুল ইসলাম, ব্যবসায়ি হিফজুর রহমান প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply