বড়লেখা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বড়লেখা উপজেলা ৬৮ ভোট কেন্দ্রের ১৪টিতে ভোটগ্রহণের আগের দিন শনিবার বিকেলে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের সবধরণের সরঞ্জাম। অপর ৫৪ কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। উপজেলা সদর থেকে দুর্গম ও দূরবর্তী হওয়ায় ১৪ কেন্দ্রে আগের দিন ব্যালট পেপারসহ সরঞ্জামাদি পাঠানোর ব্যবস্থা নেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম।
আগের দিন ব্যালট পেপার পাঠানো কেন্দ্রগুলো হচ্ছে-দক্ষিণ বাগিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাদাদ চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহবাজপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট দ্বিতীয় জনপল উচ্চ বিদ্যালয়, গগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাকালুকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয়, খুটাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউ সমনভাগ চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাথারিয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ি উপজেলার সর্বমোট ৬৮ ভোট কেন্দ্রের ১৪টি দুর্গম ও দূরবর্তী এলাকায় হওয়ায় সেগুলোতে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জামাদি শনিবার বিকেলের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। অপর ৫৪টি কেন্দ্রে ভোটের দিন (রোববার) সকালে ব্যালট পেপার পাঠানো হবে। সুষ্ঠুভাবে দ্রুত সময়ে তা পৌঁছানোর জন্য টিম গঠন করে দেওয়া হয়েছে।
Leave a Reply