বড়লেখা প্রতিনিধি ::
মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে স্বজনদের সাথে শনিবার বেড়াতে এসে আব্দুল মালিক (৭৫) নামে এক বৃদ্ধ পর্যটক নিঁখোজ হন। বেলা আড়াইটার দিকে স্বজনরা তাকে খুঁজে পাননি। মাধবকুণ্ডের একটি রেস্তোরার সম্মুখ থেকে তিনি হারিয়ে গেলে স্বজনদের মাঝে চরম উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করে। প্রায় সাড়ে ৩ ঘন্টা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে বড়লেখা থানা পুলিশের সহযোগিতায় মাধবকুণ্ড পর্যটক পুলিশ নিঁখোজ বৃদ্ধকে উদ্ধার করে স্বজনদের হাতে তোলে দিয়েছে। এতে স্বজনদের মাঝে স্বস্তি ফিরে আসে। উদ্ধার আব্দুল মালিক টাঙ্গাইল জেলার ভুইয়াপুর থানা ও পৌরসভাধীন বামনহাটা এলাকার বাসিন্দা।
জানা গেছে, টাঙ্গাইল জেলার ভুইয়াপুর থানার বামনহাটা গ্রামের একান্নবর্তী পরিবারের ৪৫ জনের একটি দল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য শনিবার সকালে মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে আসে। তাদের সাথে আব্দুল মালিক নামে ৭৫ বছরের এক বৃদ্ধও ছিলেন। জলপ্রপাত দেখে মাধবকুণ্ডের একটি হোটেলে নিখোঁজ বৃদ্ধসহ তারা দুপুরের খাবার সারেন। বেলা আড়াইটার দিকে হঠাৎ বৃদ্ধ আব্দুল মালিককে কোথাও দেখতে পাননি। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাকে না পেয়ে স্বজনরা বিষয়টি পর্যটক পুলিশকে অবহিত করেন। নিঁখোজ বৃদ্ধের ভাতিজা ইকবাল হোসেন জানান, আমরা সবাই একই পরিবারের। খাওয়া-দাওয়া করে ফেরার প্রস্তুতিকালে আঙকেলকে দেখতে পাইনি। সবাই মিলে খুঁজেও না পেয়ে পর্যটক পুলিশকে বিষয়টি জানাই। প্রায় সাড়ে তিনঘন্টা পর বড়লেখা থানার এসআই জাহেদ আহমদের তথ্য প্রযুক্তিগত সহায়তায় পর্যটক পুলিশ মাধবকুণ্ডের অনতিদূরের একটির রাস্তার পাশের ঝোপ থেকে তাকে উদ্ধার করে। বয়স্ক মানুষ আমাদের খোঁজ করতে গিয়ে পথ হারিয়ে হয়তো ওইস্থানে চলে যান। তাকে ফিরে পাওয়ায় আমাদের সবার মাঝে স্বস্তি আসে।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, টাঙ্গাইলের এক বৃদ্ধ পর্যটক মাধবকুণ্ডে নিখোঁজ হন। ঘটনা জানার পরই থানা পুলিশ ও পর্যটক পুলিশ উদ্ধার তৎপরতায় নামে। থানার এসআই জাহেদ আহমদ গুগল সার্চের মাধ্যমে নিঁখোজ ব্যক্তির অবস্থান সনাক্ত করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে কিছু দূরে রাস্তার পাশের ঝোপ থেকে তাকে উদ্ধার করা হয়। বিকেল পৌনে ছয়টার দিকে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।#
Leave a Reply