বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও মনোনয়ন ফরম জমা দেওয়ার আগ মূহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা এমাদুল ইসলাম।
রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। উপজেলা উন্নয়ন ফোরাম নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ওই উন্নয়ন ফোরামের মনোনিত প্রার্থী হিসেবেই তিনি দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালিয়েছিলেন। সোমবার দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
নির্বাচন থেকে সরে দাঁড়াতে কারও পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। উপজেলা উন্নয়ন ফোরামের মনোনীত প্রার্থী হিসাবে উপজেলা চেয়ারম্যান পদে প্রচারণায় চালিয়ে ছিলাম। প্রচারণাকালে সবার সহযোগিতা পাই। কেউ কোনোধরনের চাপ প্রয়োগ করেনি।’
ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এমাদুল ইসলাম বলেছেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নির্বাচনী প্রচারণার সময় আমি দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। সেজন্য আমি সবার নিকট চির কৃতজ্ঞ। আমি অতীতে সবার পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার তারিখ শেষ হয় ১৫ এপ্রিল সোমবার। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply