বড়লেখা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় সিলেট বিভাগেও আশংকাজনক হারে সড়ক দুর্ঘটনা বৃদ্ধিতে সর্বমহল উদ্বিগ্ন। সড়ক দুর্ঘটনা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ বড়লেখা শাখা শুক্রবার বিকেল ৫টায় পৌরশহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে নিসচা’র উপজেলা সহসভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এনাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন বড়লেখা সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মী শুভাশীষ দে শুভ্র, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি শাহাব উদ্দিন, নিসচা’ বড়লেখা শাখার সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সমাজসেবক জাকির হোসেন, টিম ফর কোভিড ডেথের সভাপতি সাহাব উদ্দিন, নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্তদাস, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, ছাদিকুর রহমান, সাহাব উদ্দিন, আব্দুল হামিদ, ব্যবসায়ী ফাহিম আহমদ, আরিয়ান ফরহাদ, মারুফ আহমদ প্রমুখ।
Leave a Reply