উপজেলা পরিষদ নির্বাচন-বড়লেখায় ২ ঘন্টায় ভোট পড়েনি ৬ ভাগও উপজেলা পরিষদ নির্বাচন-বড়লেখায় ২ ঘন্টায় ভোট পড়েনি ৬ ভাগও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা : ১৪ টি যানবাহন জব্দ কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবার খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” কুলাউড়া উপজেলা যুবলীগের সহ সভাপতি আটক কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে জিপিএ-৫ ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

উপজেলা পরিষদ নির্বাচন-বড়লেখায় ২ ঘন্টায় ভোট পড়েনি ৬ ভাগও

  • বুধবার, ৮ মে, ২০২৪

এইবেলা, বড়লেখা::

বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬৯ ভোট কেন্দ্রে (প্রথমধাপের নির্বাচন) ভোটগ্রহণ বুধবার সকাল ৮টা থেকে শুরু হলেও ভোটার উপস্থিতি হতাশাজনক। অনেক কেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপি সদস্য ও পোলিং এজেন্টদের অলস সময় পার করতে দেখা গেছে। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে দুইঘন্টায় এগুলোতে ৬ ভাগও ভোট পড়েনি।

সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে ১০ টায় গিয়ে দেখা গেছে ভোট সংগ্রহ হয়েছে মাত্র ১৬৭টি। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৫০০। হিসাব অনুযায়ি এই কেন্দ্রে প্রায় দুই ঘন্টায় ভোট পড়েছে সাড়ে ৫ ভাগ। দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা গিয়ে দেখা গেছে এই কেন্দ্রে দুই ঘন্টায় সর্বমোট ২৪৬৩ ভোটের মধ্যে সংগ্রহ হয়েছে ১৩০টি। এখানে দুইঘন্টায় ভোট পড়েছে শতকরা ৪ ভাগ। গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২৮৪২ ভোটের মধ্যে দুইঘন্টায় ১৩০ ভোট কাষ্ট হয়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার জাহিদ আহমদ। একই ইউনিয়নের দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৬৩৪ ভোটের মধ্যে দুই ঘন্টায় ভোট পড়েছে ৭০০টি। উপজেলার অন্যান্য ভোটকেন্দ্রেও একই অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায়র দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, তিনি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শণ করেছেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রশাসন সবধরনের ব্যবস্থা নিয়েছে। পুলিশের বিশেষ টিম ছাড়াও রয়েছে র‌্যাব, বিজিবি প্লাটুনের টহল কার্যক্রম।

বড়লেখায় উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ (ঘোড়া প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর (আনারস প্রতীক), আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে নির্বাচনে আসা আজির উদ্দিন (মোটর সাইকেল প্রতীক) ও তার ছেলে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান (উট প্রতীক)।

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি তাজ উদ্দিন (টিয়াপাখি), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু (টিউবওয়েল), তালামীয নেতা সামছুল ইসলাম (তালা) এবং জমিয়ত নেতা আবিদুর রহমান পেয়েছেন (চশমা)। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হওয়ায় রাহেনা বেগম হাসনাকে ইতিপূর্বে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews