কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডব্লিউডিও’র প্রকল্প সমাপনী সভা সোমবার সকাল ১১টায় জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর. ডব্লিউ. ডি. ও) এর ওয়াই মুভস প্রকল্প এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এ সমাপনী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।
আরডব্লিউডিও’র ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক-গবেষক আহমদ, প্রভাষক রাবেয়া খাতুন, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, আরডব্লিউডিও’র এডমিন এন্ড একাউন্টস অফিসার মো: মহসিন রেজা, প্রকল্প কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম রশিদ। আলোচনায় অংশ নেন শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর, তিলকপুর গ্রামের ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ কমিটির সভাপতি সুমি রানী কর, ইতি রানী কর, জুতিকা রানী কর প্রমুখ।
সমাপনী সভায় রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর. ডব্লিউ. ডি. ও) এর ওয়াই মুভস প্রকল্পের অধীনে কমলগঞ্জে কিশোর-কিশোরী, শিশু সেবা, বাল্যবিবাহ ও যৌতুক, যৌন প্রজনন স্বাস্থ্যসেবা, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ, স্যানিটেশনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের কার্যক্রম এর প্রশংসা করে অতিথিরা প্রকল্পটির কার্যক্রম পুনরায় চলমান রাখা এবং ভবিষ্যতে প্রকল্পের কর্ম এলাকা বৃদ্ধি করারও আহবান জানিয়েছেন বক্তারা।##
Leave a Reply