বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা উপজেলার সুজনগরের একটি আগর-আতরের প্লান্টে কাজ করার সময় ময়নুল ইসলাম নামে এক শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। গত ৭ দিন ধরে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্বজনরা জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।
জানা গেছে, সুজানগরের আদর্শগ্রামের আগর-আতর প্লান্টের শ্রমিক ময়নুল হককে গত বৃহস্পতিবার গুচ্ছগ্রামের আগর-আতর ব্যবসায়ী আতাব উদ্দিন তার আগরের কয়েকটি ডেগ পরিস্কারের কাজে নেন। ডেগ উত্তপ্ত থাকায় শ্রমিক ময়নুল হক মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। এসময় শ্রমিকরা তাকে উদ্ধার করেন। আহত অবস্থায় জুড়ী উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহত ময়নুল হকের স্বজন তজমুল আলী জানান, আগরের ডেগ জাল থেকে নামানোর ৭-৮ দিন পরে পরিস্কার করতে হয়। ভালভাবে ঠান্ডা না করে পরিস্কার করতে গেলে দুর্ঘটনার আশংকা থাকে। কিন্ত আতাব উদ্দিন জেনেশুনে গরম ডেগ পরিস্কার করাতে লাগানোর কারণে ময়নুল হক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
ওসমানীর কর্তব্যরত চিকিৎসক জানান, ময়নুল হকের শরীরের চামড়ার ৮০ ভাগ অগ্নিদগ্ধ হয়েছে। তারা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সুস্থ হতে অনেক দিন লাগতে পারে।
এআর/জেএইচজে
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply