বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় কোটা সংস্কার আন্দোলনের জেরে থানা পুলিশের দায়েরকৃত নাশকতা মামলায় গ্রেফতার ৩ বিএনপি-জামায়াত নেতার ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্বপন কান্তি দাস রোববার (২৮ জুলাই) আবেদন করলে আদালত আগামি বুধবার রিমান্ড শুনানির জন্য তারিখ ধার্য করেছেন।
জানা গেছে, উপজেলার কাঠালতলী এলাকা থেকে জামায়াত নেতা ওহিদ আহমদ, বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব ও মৌলভীবাজার জেলা যুবদল নেতা আব্দুল কাদির পলাশকে থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী জানান, নাশকতা মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের চারজনের নাম উল্লেখ করে পুলিশ মামলা করেছে। এরমধ্যে তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য এদের ৫ দিনের রিমান্ড চাইলে আদালত আগামি বুধবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply