বড়লেখ প্রতিনিধি:
বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বুধবার ৩১ জুলাই দুপুরে র্যালি, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা ও ৩ জন সেরা মৎস্য চাষিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজল।

ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও মৎস্য অফিসের ফিল্ড এসিষ্ট্যান্ড আলমগীর সরকারের সঞ্চালনায় র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হসনা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাসেদুজ্জামান বিন হাফেজ, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, সেরা মৎস্য চাষি ঝুটন চন্দ্র পাল, ফয়সাল আহমদ, সাদিকুর রহমান প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply