বড়লেখা প্রতিনিধি::
বড়লেখা পৌর শহরে টানা ১০ দিনের মতো আজ শুক্রবারও সড়ক শৃঙ্খলায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছে জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। শিক্ষার্থীদের পাশাপাশি দিন-রাত সড়ক শৃঙ্খলা কার্যক্রমে অব্যাহত রয়েছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। দীর্ঘ বিরতির পর অবশেষে আজ সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ।
শুক্রবার (১৬ আগস্ট) সকাল থেকে বড়লেখা পৌর শহরে দায়িত্ব পালন শুরু করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এদিকে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে কয়েকদিন থেকে সড়কে টানা শৃঙ্খলার কাজ করেছে নিসচা, রোভার স্কাউট গ্রুপ, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ, পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ, শিক্ষার্থী ও বিএনসিসি সদস্যরা। আজ ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন শুরুর পরও নিসচা ও স্কাউট গ্রুপ সড়কে শৃঙ্খলার কাজ করেছে।
উল্লেখ্য, বিভিন্ন থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান ট্রাফিক পুলিশ সদস্যরাও। একপর্যায়ে ট্রাফিক শূন্য সড়কে যান চলাচল ব্যহত ঘটে। এমতাবস্থায় নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক জনতার নেতা ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় সারা দেশে নিসচা কর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে পড়ে। পাশাপাশি স্বেচ্ছায় দায়িত্বপালনে নেমে পড়েন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply