বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় ধান খাওয়ার অপরাধে অমানবিকভাবে একটি বাছুরের পা কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
(১৬ সেপ্টেম্বর) সোমবার দুপুরে বড়লেখা উপজেলার দক্ষিন শাহাবাজপুর ইউনিয়নের বিছরাবন্দ এলাকায় বোবা পশুর সাথে অমানবিক এ ঘটনাটি ঘটে। এব্যাপারে বাছুর মালিক দিনমজুর ছফর উদ্দিন দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
থানায় দাখিলকৃত অভিযোগসূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিছরাবন্দ গ্রামের দিনমজুর ছফর উদ্দিনের পালিত ৭ মাস বয়সের একটি ফিজিয়ান জাতের বকনা বাছুর অসাবধানতাবশত একই এলাকার মৃত আরজ আলীর ছেলে ময়না মিয়ার ধানিজমিতে প্রবেশ করে ধান খেয়ে ফেলে। এ সময় জমির মালিক ময়না মিয়া ধারালো দা দিয়ে বাছুরটি ডান পায়ের গোড়ালি হাড়সহ কেটে দেন। এসময় তার হাতে থাকা লাঠি দিয়ে বাছুরটি শরিলেও এলোপাতাড়ি আঘাত করেন। খবর পেয়ে বাছুরের মালিক ছফর উদ্দিন ও তার স্ত্রী বাছুরটি উদ্ধার করতে গেলে তাদেরকে হত্যার হুমকি দেন ময়না মিয়া।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর অবস্থায় বছুরটি উদ্ধার করে উপজেলা ভেটেনারী হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
বাছুরের মালিক ছফর উদ্দিন জানান, তার একমাত্র সম্বল ফিজিয়ান জাতের একটি গাভী ও বাছুর। অমানবিক নির্যাতনের কারণে বাছুরটি পায়ের রগ ও গোড়ালি কেটে গেছে। হাসপাতালে এনে চিকিৎসা করিয়েছি। রক্ত করণ বন্ধ হচ্ছেনা। যে কোন সময় মারা যেতে পারে। মারাগেলে আমরার দেড় লাখ টাকার খতিহবে। এ অমানবিক ঘটনার সাথে জড়িত ময়না মিয়া ও তার ছেলে আব্দুল হকের নাম উল্লেখ করে থানায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply