ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সহ দূর্নিতি সহায়ক, দূর্নিতির দোসর ১৪ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর অপসারণ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস পূন:গঠনের লক্ষ্যে ১৮ দফা দাবিতে দীর্ঘ এক মাস ধরে বন্ধ ছিল প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম।
দীর্ঘ ১মাস ক্যাম্পাস কেন্দ্রীক আন্দোলন করলেও গত ৩০ সেপ্টেম্বর নিটার শিক্ষার্থীরা রাজধানীর পান্থপথ মোড়ে বিটিএমএ ভবনের সামনে নিটারের বর্তমান পরিচালকের অপসারণসহ ১৪ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর পদত্যাগ ও এক মাস ধরে বন্ধ থাকা ক্লাস কার্যক্রম পুনরায় চালু নিয়ে ১৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করতে থাকে। এরই প্রেক্ষিতে পরেরদিন পহেলা অক্টোবর বিটিএমএ-এর সভাপতি কার্যালয়ে শিক্ষার্থীদের ৯ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে বিটিএমএ-এর কর্মকর্তারা।
বৈঠক শেষে এক সপ্তাহ ধরে বন্ধ থাকা হল খুলে দেয়ার ব্যাপারে জানানো হয়, এছাড়া এক মাস ধরে বন্ধ থাকা ক্লাস কার্যক্রম চলতি মাসের ৭ তারিখ থেকে চালুর সিদ্ধান্ত হয় ও গভর্নিং বডির মিটিং এর জন্য ৫ই অক্টোবর তারিখ নির্ধারণ করা হয় এবং গভর্নিং বডির মিটিং এ অধ্যাপক ড. মোঃ জোনায়েবুর রশীদ, পরিচালক, নিটার এর অব্যাহতি পত্র গ্রহণ ও অনুমোদন করা হয়।#
Leave a Reply