ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ নিটার সাংবাদিক সমিতির (নিসাস) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “বিজয় পোস্টার প্রেজেন্টেশন ২০২৪”।
শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং গবেষণার দক্ষতা প্রদর্শন করার পাশাপাশি বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরার লক্ষে নিটার সাংবাদিক সমতি (নিসাস) “বিজয় পোস্টার প্রেজেন্টেশন ২০২৪” এর আয়োজন করেছে। এতে শিক্ষার্থীদের শিল্পকলা এবং ডিজাইন দক্ষতা উন্নয়নের একটি সুযোগ রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর, ২০২৪ তারিখে নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে “বিজয় পোস্টার প্রেজেন্টেশন ২০২৪”। প্রেজেন্টেশনে নিটারের সকল সাধারণ শিক্ষার্থী অংশগ্রহন করতে পারবে। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা এবং রেজিস্ট্রেশনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর১০, ২০২৪”
প্রেজেন্টেশনে দুটি প্রধান থিম নির্ধারণ করা হয়েছে। একটি হল একাডেমিক গবেষণা পোস্টার, যেখানে নিটারের পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা তাদের গবেষণার উপর ভিত্তি করে পোস্টার প্রদর্শন করবে এবং দ্বিতীয় থিমটি হল সাধারণ থিম পোস্টার, যা বিশেষভাবে বিজয় দিবসের ওপর ভিত্তি করে তৈরি হবে। পোস্টারটি হ্যান্ড আর্ট ও ডিজিটাল আর্ট এ দুটি মাধ্যমে তৈরি করা যাবে। প্রতিটি সেগমেন্টের বিজয়ীকে ৩,০০০ টাকা পুরস্কৃত করা হবে।
এছাড়া, প্রেজেন্টেশনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে রাইজিং বিডি.কম, আমাদের মুক্তকণ্ঠ, দৈনিক আগামির সংবাদ, খবর প্রতিদিন, গণবার্তা, রাইজিং ক্যাম্পাস, ঢাকা সংবাদ, লাস্ট নিউজ বিডি.কম, এইবেলা ও জনশক্তি।
“বিজয় পোস্টার প্রেজেন্টেশন ২০২৪” নিটারের শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং গবেষণার দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করবে বলে মনে করছে আয়োজক কর্তৃপক্ষ। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন চিন্তাভাবনা ও উদ্ভাবনী শক্তি বিকাশে সহায়ক হবে এবং তাদের গবেষণা এবং শিল্পকলা প্রদর্শনের মাধ্যমে জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply