স্বদেশ আগমন ও অ্যাওয়ার্ড অর্জন- বড়লেখায় দুই সাংবাদিককে প্রেসক্লাবের সংবর্ধনা স্বদেশ আগমন ও অ্যাওয়ার্ড অর্জন- বড়লেখায় দুই সাংবাদিককে প্রেসক্লাবের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

স্বদেশ আগমন ও অ্যাওয়ার্ড অর্জন- বড়লেখায় দুই সাংবাদিককে প্রেসক্লাবের সংবর্ধনা

  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

এইবেলা, বড়লেখা:

বড়লেখা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলামের নেপাল ইন্টারন্যাশনাল এক্সেলেন্স গোল্ডের অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন এবং বিলেতের লন্ডন বাংলা চ্যানেল-এর সম্পাদক টকশো ব্যক্তিত্ব প্রবাসী সাহসি সাংবাদিক আব্দুর রব ভুট্টোর স্বদেশ আগমন উপলক্ষ্যে এই দুই গুণি সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে বড়লেখা প্রেসক্লাব। রোববার রাতে বড়লেখা পৌরশহরের ইয়াম্মি রেষ্ট্যুরেন্টের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন।

সভার শুরুতে গত ২১ নভেম্বর বড়লেখা প্রেসক্লাবের সদস্য মইনুল ইসলামের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

প্রেসক্লাবের সহসভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক অধ্যাপক আব্দুস শহীদ খান এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ও মাদ্রাসা শিক্ষক কাজী এনামুল হক। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন লন্ডন বাংলা চ্যানেল-এর সম্পাদক টকশো ব্যক্তিত্ব আব্দুর রব ভুট্টো ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল হোসেন স্বপন, সদস্য লিটন শরীফ, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সাংবাদিক আজাদ বাহার জালালী, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এজে লাভলু, সদস্য মস্তফা উদ্দিন, তাহমিদ ইশাদ রিপন প্রমুখ।

পরে অতিথিবৃন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিতি দুই গুণি সাংবাদিককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews