বড়লেখা প্রতিনিধি :
কয়েক দিনের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক ঝর্ণা মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপর্কের অভ্যন্তরীণ রাস্তার বিভিন্ন স্থান দেবে গিয়ে দেখা দিয়েছে বড়বড় ফাটল। এতে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছেন পর্যটকরা। বালুর বস্তা দিয়ে ফাটল ভরাট ও ঝুঁকিপূর্ণ স্থান মেরামতের কাজ করছে বনবিভাগ।
জানা গেছে, গত বুধবার থেকে রোববার পর্যন্ত টানা ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের অভ্যন্তরীণ প্রায় এক কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থান নিচের দিকে দেবে গেছে। কোথাও ৩ ফুট পর্যন্ত পাকা রাস্তা দেবে নিচে নেমে গেছে। বড় বড় ফাটল সৃষ্টি হওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়ে পর্যটকরা যাতায়াত করছেন। সরেজমিনে দেখা গেছে, পাহাড়ি ঢলের স্রোতে পর্যটন রেস্তোরার সামনের অভ্যন্তরীণ রাস্তার নিচের মাটি ভাসিয়ে নেওয়ায় রাস্তায় ফাটল দেখা দেয়। আরো কয়েকটি জায়গা দেবে গেছে ১ থেকে ৩ ফুট পর্যন্ত নিচের দিকে। রাস্তার পাশের র্যালিং ও নিরাপত্তা প্রাচীর লন্ডভন্ড হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে মাধবকুণ্ড এলাকা। বনবিভাগ বালুর বস্তা ফেলে ফাটল ভরাটের চেষ্টা চালাচ্ছে।
বনবিভাগের সহকারি বিভাগীয় বন সংরক্ষক রেজাউল মৃধা জানান, টানা ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলে রাস্তার বিভিন্ন স্থান ধসে পড়েছে ও ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে ওটার বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করা হয়েছে। আপাতত বালির বস্তা ফেলে ফাটল ভরাট ও ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হচ্ছে। পর্যটকরা যাতে কোনো দুর্ঘটনায় না পড়েন সে ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply