এইবেলা, বড়লেখা::
বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ভোরে আরো ৪৮ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশের অভ্যন্তরে পাল্লাথল পুঞ্জি এলাকায় ঘোরাঘুরিকালে বিজিবির টহল বাহিনী তাদের আটক করেছে। আটককৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে সনাক্ত করে বিজিবি। পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য লাতু বিজিবি দুপুরে তাদেরকে থানায় সোপর্দ করেছে। পরিবারের জিম্মায় পুলিশ তাদেরকে বাড়ি পাঠাচ্ছে।
আটককৃতদের মধ্যে পুরুষগণ হচ্ছেন- যশোরের রিপন মল্লিক, ইকবাল গাজী, বাগেরহাটের বিল্লাল হাওলাদার, চাপাইনবাব গঞ্জের মামুন অর রশীদ, কুড়িগ্রামের গোপীনাথ, সনজিৎ বর্মন, রনিজিৎ বর্মন, অর্জুন চন্দ্র বর্মন, পুর্নকান্ত বর্মন, পুরকুল্য বর্মন, দিলিপ কুমার, নুরু শেখ প্রমুখ।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বিএসএফ নারী ও শিশুসহ ৪৮ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করে। সকাল সাড়ে পাঁচটার দিকে বড়লেখা উপজেলার পাল্লাথল পুঞ্জি এলাকায় সীমান্ত পিলার ১৩৭০/১১এস এর আনুমানিক ১০০ গজ অভ্যন্তরে তারা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। এসময় বিজিবির পাল্লাথল বিওপির সদস্যরা তাদেরকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত হয়। যাচাই-বাছাই শেষে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য দুপুরে বিজিবি তাদেরকে বড়লেখা থানায় সোপর্দ করে। আটককৃতদের মধ্যে যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন বলে বিজিবি নিশ্চিত করেছে।
আটককৃতরা জানায়, তারা কেউ চিকিৎসার জন্য, কেউ কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি সে দেশের পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার ভোরে বিএসএফ তাদেরকে দুর্গম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, সকালে পাল্লাথল পুঞ্জি এলাকা থেকে নারী-শিশুসহ ৪৮ জনকে আটক করা হয়েছে। পরিচয় সনাক্তের পর পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বৃহস্পতিবার বিকেলে জানান, বিজিবি লাতু সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ৪৮ জনকে আটক করেছে। বিজিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছে বিএসএফ তাদেরকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠিয়েছে এবং তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করলে আমরা তাদের স্বজনদের খবর দিয়েছি। স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যে অনেকেই পরিবারের জিম্মায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply