এইবেলা, জুড়ী ::
মৌলভীবাজারের জুড়ীতে মাদক সেবন, মাদক বিক্রি, গরু চুরিসহ বিচারাধীন 0৭ মামলার আসামীকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
গতকাল সন্ধায় উপজেলার নয়াবাজারে মাদক সেবন করে এক ড্রাইভারকে প্রাণে মারতে উদ্যত হয় বড় ধামাই গ্রামের পুত্র মাজহারুল ইসলাম তাকাদ। ড্রাইভার সিএনজি ফেলে দৌড়ে গিয়ে প্রাণ করলে তার চিৎকারে এলাকাবাসী তাকাদকে আটক করে পুলিশে খবর দেয়। পরে জুড়ী থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী জানান, সে খারাপ প্রকৃতির লোক।গরুচুরিসহ মাদক সেবন করিয়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে অস্তিশীল পরিস্থিতিসহ নানারকম অপরাধ করে। এলাকাবাসীর অনেক অভিযোগ ছিল তার বিরুদ্ধে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply