বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ নাগরিক ফোরামের দায়িত্বশীল প্রতিনিধিদের সম্মানে বৃহস্পতিবার ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী মধ্যাহ্নভোজের আয়োজন করেন। পরে ফোরামের নেতৃবৃন্দ ইউএনও’র সাথে মতবিনিময় সভা করেছেন। এসময় অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ নাগরিক ফোরামের পক্ষ থেকে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, কর্মজীবন শেষে অবসর জীবনে গিয়েও যারা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখেন, বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকা মানুষের উন্নয়নে কাজ করেন, অভাবী ও অক্ষম মানুষের সাহায্যে এগিয়ে যান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ আর্থিক সহায়তা দেন নিঃসন্দেহে তা অত্যন্ত প্রশংসনীয় কাজ। আমাদেরকে অবশ্যই তাদের এসব কর্মকান্ডকে অনুসরণ করতে হবে। তিনি অবসরপ্রাপ্ত রিটায়ার্ড সিনিওর সিটিজেন ফোরামকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত রিটায়ার্ড সিনিওর সিটিজেন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মহিদ চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃপাময় পাল, আব্দুল খালিক, পল্লী চিকিৎসক আজির উদ্দিন, আব্দুন নুর, লাইফ মেম্বার সাংবাদিক আব্দুর রব, হাফেজ খলিলুর রহমান শাহীন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply