কুলাউড়ায় স্বাধীনতা শিক্ষক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় স্বাধীনতা শিক্ষক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদ্রাসার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ধুমপানের ভিডিও ভাইরাল, বহিস্কার ৪ কুলাউড়ায় ২ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ বড়লেখায় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ২ বড়লেখায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় : সীমান্তবর্তী মন্ডপ নিরাপত্তায় বিজিবির বিশেষ নজরদারি কমলগঞ্জে একদফা দাবীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  মতবিনিময় সভা   অন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে পিএফজির মানববন্ধন আত্রাইয়ে বর্ণিল আয়োজনে জাতীয় ‘পথশিশু দিবস’ পালিত কুলাউড়ায় শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত

কুলাউড়ায় স্বাধীনতা শিক্ষক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কুলাউড়া উপজেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ এপ্রিল) বিকেলে কুলাউড়া পৌর শহরের ডাইনিং ডিলাইট অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে স্বাশিপের উপজেলা সভাপতি ও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল ইসলাম, স্বাশিপের সিলেট বিভাগীয় সংগঠক মোঃ মোজাহিদুল ইসলাম, জাসদ নেতা মঈনুল ইসলাম শামীম, জেলা স্বাশিপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শামীম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি মোঃ আজিজুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান ইকবাল, বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এমদাদুল ইসলাম ভুট্টো, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, রুদ্রবীনা সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ রজত কান্তি ভট্টাচার্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান, জেলা স্বাশিপের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, সিংগুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিহিত রঞ্জন দে, ইউআরসি ইন্সট্রাক্টর মহিব উদ্দিন, লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইরফানুল হক, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, সম্পাদক মোঃ আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস ছালাম, সম্পাদক প্রশান্ত কান্ত দত্ত, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মুহাইমিন, সম্পাদক মোঃ নজমুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফখর উদ্দিন প্রমুখ।

প্রাণবন্ত এ ইফতার মাহফিলে স্বাশিপ, কুলাউড়া উপজেলা কমিটির প্রায় সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান থেকে প্রায় দেড় শতাধিক সহকারী প্রধানশিক্ষক, শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে একতাবদ্ধ হওয়ার মানষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইদুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews