হাকালুকির বিলে দুর্বৃত্তের বিষপ্রয়োগ : মারা গেল ২০ লক্ষাধিক টাকার মাছ হাকালুকির বিলে দুর্বৃত্তের বিষপ্রয়োগ : মারা গেল ২০ লক্ষাধিক টাকার মাছ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন

হাকালুকির বিলে দুর্বৃত্তের বিষপ্রয়োগ : মারা গেল ২০ লক্ষাধিক টাকার মাছ

  • মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

বড়লেখা প্রতিনিধি:

দেশের সর্ববৃহৎ জলাভূমি ও মৎস্যভান্ডার খ্যাত হাকালুকি হাওরের চৌ-ঢালু উগলা কালাচান্দের ঢর বিলে দুর্বৃত্তদের দেওয়া বিষে গত ৪ দিনে ২০ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। সরকারি এ জলমহালটি মৌলভীবাজারের বড়লেখার তালিমপুর ইউনিয়ন এলাকায় পড়েছে। গত ২৮ অক্টোবর দিবাগত রাতে বিলে বিষ দেয় দুর্বৃত্তরা। এরপর গত ৪ দিনে অন্তত ২০ লাখ টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ করেছে ইজারাদার মৎস্য সমবায় সমিতির লোকজন।

ইজারাদার সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাকালুকি হাওর পাড়ের মুর্শিদাবাদকুরা মৎস্যজীবী সমবায় সমিতি চৌ-ঢালু উগলা কালাচান্দের ঢর বিলটির কয়েক বছর আগে ইজারা নেয়। এরপর তারা এ বিলে মাছের পোনা অবমুক্ত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করছে। গত ২৮ অক্টোবর দিবাগত রাতে ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয়-অস্ত্রশস্ত্রসহ বিলের চারদিক ঘিরে পানিতে বিষ ঢেলে দেয়। এসময় বিলের মাঝখানে থাকা পাহারাদাররা বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেয় এবং বিষয়টি মুঠোফোনে ইজারাদার সমিতির সভাপতি ও সম্পাদককে জানায়। এরপর ইজারাদারের লোকজন বের হলে দুর্বৃত্তরা দৌঁড়ে পালিয়ে যায়। তখন ইজারাদারের লোকজন দেখতে পান বিলের পানিতে মাছ মরে ভেসে উঠছে। তারা ঘটনাটি থানা পুলিশকে জানান। খবর পেয়ে রাতেই বড়লেখা থানার এস.আই আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে মঙ্গলবার (১ নভেম্বর) পর্যন্ত বিলে প্রায় ২০ লাখ টাকার মাছ মারা গেছে।

দক্ষিণ মুর্শিদাবাদকুরা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য মো. শামীম আহমদ বলেন, ‘আমরা বাড়িতে ছিলাম। পাহারাদার ফোন করে ঘটনা জানায়। তারা অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিল ঘেরাও করে পানিতে বিষ ঢালে। ওরা (দুর্বৃত্তরা) সংখ্যায় বেশি হওয়ায় পাহারাদাররা প্রতিরোধ করতে যায়নি। কারণ এরআগেও দুর্বৃত্তরা এ বিলের এক পাহারাদারকে খুন করে। প্রতিহিংসা করেই একটি চক্র এই কাজটি করেছে। দুর্বৃত্তরা বিষ দিয়ে যাওয়ার পর আমাদের এক পাহারাদারকে ফোনে হুমকিও দিয়েছে। এই ফোন নম্বরের সূত্র ধরেই আমরা থানায় অভিযোগ করতেছি। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকার মাছ মারা গেছে। প্রতিদিন মাছ মারা যাচ্ছে।’

থানার এস.আই আতাউর রহমান জানান, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। তখন কিছু মাছ মারা যেতে দেখি। তবে এই ঘটনায় ইজারাদারদের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews