এইবেলা, কুলাউড়া :: মোছা: তাছনিম রহমান এবারের এসএস সি পরীক্ষায় কুলাউড়া উপজেলার কর্মধা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে। তার বাবা রেজাউর রহমান ও মা মুর্শেদ আক্তার। সে কানাডা প্রবাসী সাংবাদিক মোয়াজ্জেম সাজুর ভাগনি।
তার মতে, ভালো ফলাফলের করতে লেখাপড়া’র পাশাপাশি দৈনন্দির জীবনে টাইম মেইন্টেইন করে সব কিছু করতে হবে।
তার এই ফলাফলের জন্য মা-বাবার সবচেয়ে বেশি অবদান বলে জানায়। ভবিষ্যতে ব্যাংকার হতে ইচ্ছুক তাছনিম সবার দোয়া চেয়েছেন।##
Leave a Reply