কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: “ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন, ডা. কনক কুমার সিংহ, পজিপ (বিআরডিবি) কর্মকর্তা মোর্শেদা খানম, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল প্রমুখ। অনুষ্ঠানে নুতন একাধিক ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হয়।#
Leave a Reply