বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, মৎস্য খামারিদের মাঝে পুরস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও বড়লেখা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, তালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) এফও (প্রতিবেশ প্রকল্প) সায়মা মোস্তফা, সিএনআরএসের যোগাযোগ ও জেন্ডার বিষয়ক কর্মকর্তা (প্রতিবেশ প্রকল্প) মিতালী রানী বিশ^াস, সিএনআরএসের এনআরএম-এলএফ (প্রতিবেশ) মো. আনোয়ারুল ইসলাম, হাল্লা ভিসিজির সভাপতি সোলেমান আহমদ প্রমুখ।
Leave a Reply