বড়লেখায় তুচ্চ ঘটনায় ওয়ার্কসপ মেকানিক খুন, গ্রেফতার ১ বড়লেখায় তুচ্চ ঘটনায় ওয়ার্কসপ মেকানিক খুন, গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ মাস থেকে ১২ চা বাগানের শ্রমিকদের রেশন-বেতন বন্ধ কুলাউড়ার নবারুন আদর্শ বিদ্যাপীটের সভাপতির প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান কমলগঞ্জে অনুষ্ঠিত হলো খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে শ্রমিক লীগ নেতাকে শ্রমিক দলে রাখার পায়তারা বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে

বড়লেখায় তুচ্চ ঘটনায় ওয়ার্কসপ মেকানিক খুন, গ্রেফতার ১

  • মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় তুচ্চ ঘটনার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় জাহিদ আহমদ (২৪) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি পেশায় ওয়ার্কসপ মেকানিক ও উপজেলার ঘোলসা গ্রামের আব্দুল আজিজের ছেলে। এঘটনায় নিহতের বাবার হত্যা মামলায় পুলিশ এজাহার নামিয় আসামি মাজেদ হোসেন ওরফে কাওছার আহমদকে (১৮) সোমবার সকালে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মাজেদ একই গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।

জানা গেছে, নিহত ওয়ার্কসপ মেকানিক জাহিদ আহমদের নিকট গ্রামের মামুন আহমদের ৫০০ টাকা পাওনা ছিল। এব্যাপারে মামুন আহমদ গ্রামের সমছুল ইসলামের নিকট বিচার প্রার্থী হয়। শনিবার রাতে সমছুল ইসলাম ও তার ছেলে রুবেল আহমদ এবং সুবেল আহমদ ঘোলসা লেবেন্দু বাজারস্থ ছামাদের দোকানে গিয়ে জাহিদ আহমদকে আটকিয়ে মামুন আহমদের টাকার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। জাহিদ আহমদ দুই দিন আগেই টাকা পরিশোধ করেছে বললেও তারা বিশ্বাস করেনি। একপর্যায়ে সমছুল ইসলাম, রুবেল আহমদ, সুবেল আহমদ নাকে মুখে কিল ঘুষি মেরে জাহিদকে রক্তাক্ত জখম করে। বাজারের লোকজন জাহিদকে তাদের কবল থেকে রক্ষা করেন এবং আক্রমণকারিদের ভৎর্সনা করলে তারা বাজার থেকে চলে যায়। প্রায় দেড়ঘন্টা পর জাহিদ আহমদ বাজার খরচ করে ঘোলসা লেবেন্দু বাজার হতে বাড়ি যাচ্ছিল। ঘোলসা রেলওয়ে মসজিদের সম্মুখের রাস্তায় পৌঁছলে সমছুল ইসলামের নেতৃত্বে রুবেল আহমদ, সুবেল আহমদ, ছয়দুল ইসলাম, শাকিল আহমদ, ছামাদ আহমদ, মামুন আহমদ, আলিম উদ্দিন প্রমুখ অতর্কিতভাবে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরদিন রোববার সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জাহিদ আহমদের মৃত্যু ঘটে। এঘটনায় সোমবার রাতে নিহত জাহিদ আহমদের পিতা আব্দুল আজিজ থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামিয় আসামি মাজেদ হোসেন ওরফে কাওছার আহমদকে গ্রেফতার করেছে।

বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, জাহিদ আহমদ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews