বড়লেখা প্রতিনিধি::
বড়লেখায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পাঁচ দিনের দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুজামন্ডপের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে থানা প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজায় ডিউটিতে নিয়োজিত পুলিশ এবং আনসার ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিংয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, সেকেন্ড অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন। ব্রিফিংকালে থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন বড়লেখা থানাধীন এলাকার ১৫৩টি সার্বজনিন ও ব্যক্তিগত পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। পূজামন্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সব ধরনের গুজবসহ অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ এবং আনসার-ভিডিপি সদস্যদের তৎপর ও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply