বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণ করেছেন আনসার ও ভিডিপি’র মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো. মোতালিব হোসেন। সোমবার বিকেলে থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার বাতামড়ল, পাল্লাথল, আয়েশাবাগ, আল্লাদাদ, অহিদাবাদ, কালিকাবাড়ি, ফতেহবাগ, নিউ পাল্লা মুজিবনগর সহ আরো কয়েকটি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শণ করেন। এসময় তিনি মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।
বড়লেখায় জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্টের পূজামন্ডপ পরিদর্শণকালে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান, বড়লেখা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তামিম আল জামান।
উল্লেখ্য, বড়লেখা উপজেলার ব্যক্তিগতসহ মোট ১৫৩টি সার্বজনিন দুর্গপূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় ১৫৩ জন পিসি, ১৫৩ জন এপিসি, ৩০৬ জন মহিলা ভিডিপি সদস্য, ৪৬২ জন পুরুষ ভিডিপি সদস্যসহ সর্বমোট ৯২৪ জন আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
Leave a Reply