বড়লেখা প্রতিনিধি::
বড়লেখায় ৩২০০ কৃষককে রোববার দুপুরে বিনামূল্যে বোরো ধানের বীজ ও রাসায়ানিক সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুম প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উৎপাদন বৃদ্ধির লক্ষে এসব ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উচ্চ ফলনশীল জাতের এই বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ২৩ লাখ টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফেজ বিন রাশেদুজ্জামানের সঞ্চালনায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।
Leave a Reply