বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম আয়জুলের বিরুদ্ধে চারটি মৃত্যু সনদে চেয়ারম্যানের জাল স্বাক্ষর প্রদানের অভিযোগ ওঠেছে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান গত বৃহস্পতিবার ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান জানান, ইউপি সদস্য তাজুল ইসলাম আয়জুল ইতিপূর্বে ২/৩ বার তার স্বাক্ষর জালিয়াতি করেছেন। মৌখিকভাবে সতর্ক করেও তিনি ব্যর্থ হয়েছেন। গত ১৮ জানুয়ারি ইউপি সদস্য তাজুল ইসলাম আয়জুল ভাতাভোগি প্রতিস্থাপনের ৪টি মৃত্যুসনদে তার (ইউপি চেয়ারম্যান) স্বাক্ষর জালিয়াতি করে উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দেন। সমাজসেবা অফিস মৃত্যুসনদগুলো ইউনিয়ন অফিসে ফেরত পাঠালে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি তার নিকট ধরা পড়ে।
ইউপি সদস্য তাজুল ইসলাম আয়জুল ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বলেন, মৃত্যুসনদের একপাশে তার ও অন্যপাশে চেয়ারম্যানের স্বাক্ষর দিতে হয়। সমাজসেবা অফিস থেকে জরুরি ভিত্তিতে ভাতাভোগি প্রতিস্থাপনের কাগজপত্র পাঠাতে বলায় তিনি চেয়ারম্যানের কলামেও নিজের স্বাক্ষর প্রদান করে জমা দিয়েছেন।
ইউএনও নাজরুতুন নাঈম জানান, ইউপি চেয়ারম্যানের এসংক্রান্ত লিখিত অভিযোগ এখনও তার হাতে আসেনি। তবে ইউপি চেয়ারম্যান মৌখিকভাবে বিষয়টি তাকে অবগত করেছেন। অফিস খোলার পর তা দেখে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
Leave a Reply