কমলগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চান-চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল কমলগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চান-চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন  বিজয় পোস্টার  প্রেজেন্টেশন’২০২৪ এর রেজিষ্ট্রেশনের আর তিনদিন বাকি বিজিবির অভিযান : জুড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক, থানায় সোপর্দ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নিটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন  নিজ গাড়িতে গাছচাপায় ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসীর মর্মান্তিক মৃত‌্যু মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ নারীর মৃত‌্যু বড়লেখায় ফারিয়ার কার্যকরি কমিটির সভাপতি শহিদুল সম্পাদক জুয়েল জুড়ীর ভারতীয় সীমান্তে বাংলাদেশিদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মৌলভীবাজার জেলায় বিএনপি এক ছাতার তলে থাকবে- ফয়জুল করিম ময়ূন

কমলগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চান-চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল

  • মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ইমতিয়াজ আহমেদ বুলবুল। তিনি কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি। তিনি উপজেলার ১নং রািহমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের বাসিন্দা।
তিনি কমলগঞ্জ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চান। সকলের সার্বিক সহযোগীতায় আধুনিক উপজেলা গঠনের লক্ষ্যে জনগণের চাপে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বলে গত সোমবার (৪ মার্চ) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
বাংলাদেশ এগিয়ে নিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দাবী করে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, আমি আপনাদেরই সন্তান। এই কমলগঞ্জের আলো-বাতাসেই আমার বেড়ে ওঠা। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই আপনাদের সাথে নিয়েই। জীবনের শেষ পর্যায়ে এসে আরো কাছ থেকে মানুষের সেবা করার জন্যই আমি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি। আর এতে আমার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশ ও জাতির কল্যাণে কাজ করা। মানুষের জন্য কাজ করার অভিপ্রায় থেকে আসন্ন কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে কমলগঞ্জকে একটি স্মার্ট ও আধুনিক উপজেলায় পরিণত করতে পারবো বলে আশাবাদী। তিনি বলেন, আমি আশা করি, আমাকে উপজেলার সম্মানিত জনসাধারণ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে এ উপজেলায় পরিবর্তন আসবে। সঠিক নেতৃত্বের মাধ্যমে সকল কিছু করা সম্ভব, আমি বিশ্বাস করি সঠিক উদ্যোগের মাধ্যমে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমার উপজেলাকে একটি আধুনিক বাসযোগ্য উপজেলা পরিষদের রূপ দিতে পারব সবাই মিলে। শুধু প্রতিশ্রুতি নয়, এবার হবে উন্নয়ন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে, জনসেবা আর উন্নয়নের বাইরে আমার কোনো চিন্তা নেই। কমলগঞ্জ উপজেলার জনগনকে সাথে নিয়ে সমস্যা ও সঙ্কট মোকাবেলায় কাজ করবো। সবাইকে সাথে নিয়ে সমন্বিতভাবে কাজ করে কমলগঞ্জকে একটি স্মার্ট ও উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়তে চাই। এজন্য প্রয়োজন উপজেলাবাসীর স্নেহ, ভালোবাসা ও সমর্থন।
আমি বিশ্বাস করি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলার জনগন তাদের হৃদয়ে আমাকে ঠাঁই দেবেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান।
উল্লেখ্য, চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ৭ম বারের মত নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের সহোদর।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews