বড়লেখা প্রতিনিধি::
বড়লেখা উপজেলা পরিষদে দ্বিতীয় মেয়াদে কেউ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার রেকর্ড নেই। সব সময়েই এই উপজেলার ভোটাররা নতুনমুখ প্রার্থীকে নির্বাচিত করে আসছেন। ১৯৮৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পরিষদ পদ্ধতি চালু করেন। এরপর ছয়টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হল। গত ৮ মে বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নুতনমুখ প্রার্থী আজির উদ্দিনকে চেয়ারম্যান নির্বাচিত করে প্রায় ৩৫ বছর ধরে চলে আসা সেই ধারা অব্যাহত রাখলেন ভোটাররা।
জানা গেছে, ১৯৮৫ সালে উপজেলা পরিষদ গঠনের পর প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আছাদ উদ্দিন বটল। ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলে সাবেক সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সারির সংগঠক সিরাজুল ইসলামের কাছে আছাদ উদ্দন বটল হেরে যান। ২০০৯ সালে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজুল ইসলাম নির্বাচন করলে তিনিও জয়ের মুখ দেখেননি। তাকে হারিয়ে নতুনমুখ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সেই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন (২০১৪ সালে) ও রফিকুল ইসলাম সুন্দর (২০১৯ সালে) ও সর্বশেষ ষষ্ঠ (২০২৪ সালে) উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে প্রতিদ্ব›দ্বীতা করে নতুনমুখ প্রার্থী আজির উদ্দিনের কাছে পরাজিত হন বর্তমান উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply