বড়লেখায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল : চলছে ত্রাণ বিতরণ বড়লেখায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল : চলছে ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের ঋণ ম্যাচমেকিং কর্মসূচি ও ব্যাংকার-উদ্যোক্তা মত বিনিময় সভা ৪শ’ বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শণ আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদ-মঠ সিলেট তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন জেলা প্রশাসকের সাথে কুলাউড়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতবিনিময় কুলাউড়ার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ বড়লেখায় বিজিবির হাতে রুপিসহ ভারতীয় নাগরিক আটক কুড়িগ্রামে ঘর-বাড়ি ফসলি জমি রক্ষায় স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা গ্রামবাসীর    সিলেটে বিএনপির বিশাল শোডাউন সিলেট নগরীতে ব্যাটারি ও সিএনজি চালিত রিকশা চলাচলে নতুন নির্দেশনা ঘরহারা বন্যার্তদের পাশে কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ

বড়লেখায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল : চলছে ত্রাণ বিতরণ

  • রবিবার, ২৩ জুন, ২০২৪

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় বন্যা পরিস্থিতি গত তিন দিন ধরে স্থিতিশীল রয়েছে। উপজেলার বর্নি, সুজানগর ও তালিমপুর ইউনিয়নের সবকটি গ্রামীণ রাস্তা এখনও বন্যার পানির নিচে। তবে কিছু এলাকায় অত্যন্ত ধীর গতিতে পানি কমতে শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন। এদিকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

রোববার উপজেলার বর্নি ইউনিয়নের ২০০, সুজানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০, তালিমপুর ইউনিয়নের ১০০, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ১০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল, পানি রাখার জারিকেন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহিবুর রহমান কামাল, সাংবাদিক আব্দুর রব, সুজানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, বর্নি ইউপি সদস্য সুনাম উদ্দিন, বিকাশ দাস, নুনু মিয়া, আবুল হোসেন, ব্যবসায়ি তানভির আহমদ প্রমুখ।

ইউএনও নাজরাতুন নাঈম জানান, বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি আশা করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত আছে। কোনো দুর্গত মানুষ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয় এবং ত্রাণ বিতরণ সঠিক হয় সে ব্যাপারে তিনি (ইউএনও) ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার সার্বক্ষণিক তদারকি করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews