বড়লেখা প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান কার্যক্রমকে সংহতি জানিয়ে দক্ষিণভাগ ছাত্র ইউনিটের আয়োজনে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ বাজারের সৌন্দর্য্য বৃদ্ধিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা বাজারের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে। এ কাজে কলেজ, স্কুলের শিক্ষার্থী, শিক্ষকদের পাশাপাশি সচেতন মহল স্বপ্রণোদিতভাবে অংশগ্রহণ করেন।
কেউ রাস্তা-ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন। স্কাউটস সদস্যরা সহ কিছু শিক্ষার্থীরা সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে এরা কেউ পরিচ্ছন্নকর্মী বা ট্রাফিক পুলিশ নন। এরপরও বাজারের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ লোকজন।
রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় দক্ষিণবাজার থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এসময় সড়কের পাশে থাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মূখে ময়ালা আবর্জনা পরিস্কার করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রের আইন শৃংখলার ফিরিয়ে আনার লক্ষ্য টহলরত সেনাবাহিনী , সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ।

সাইফুর রহমান, জিল্লুর রহমান উমেল, এমরান আহমদ, আফজাল হোসেন রুমেল, আসাদ আহমদ, মাহিন ও নাহিন শিক্ষার্থীরা জানান, নতুন বাংলাদেশের রূপকার আমরা তরুন শিক্ষার্থীরা সেজন্য আন্দোলনের প্রথম ধাপ সফল সম্পূর্ণ হওয়ায় দ্বিতীয় ধাপে রাষ্ট্র সংস্করের অংশ হিসবে প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্নতার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূর্বে সরকারের সংস্লিষ্ট উদ্যোগ না থাকায় ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয় দেশের সব বাজারগুলো। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমাদের বাজারের রাস্তা, স্কুল-কলেজ এবং খেলার মাঠ পরিষ্কার করার কার্যক্রম শুরু করেছি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply