বড়লেখার দক্ষিণভাগ বাজারের আর্বজনা পরিস্কার করল শিক্ষার্থীরা বড়লেখার দক্ষিণভাগ বাজারের আর্বজনা পরিস্কার করল শিক্ষার্থীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় আখেরী মুনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত ৩ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে খেলাধূলার বিকল্প নেই- ময়ূন বড়লেখায় শিশু উন্নয়ন প্রকল্পের প্রাক-বড়দিন উদযাপন, শিক্ষার্থীদের উপহার বিতরণ কমলগঞ্জের লাউয়াছড়া বন থেকে সেগুন গাছ চুরি কমলগঞ্জ মণিপুরি ললিতকলা একাডেমিতে ৭ দিন ব্যাপী নৃত্য প্রশিক্ষণ শুরু আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো- ডা. শফিকুর রহমান  কমলগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু বড়লেখায় কুড়ালের আঘাতে বাবা খুন : র‌্যাবের হাতে ঘাতক ছেলে গ্রেফতার আত্রাইয়ে বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা কমলগঞ্জে লোকসংস্কৃতি বিষয়ক সংকলন গ্রন্থ “আরণ্যক’ এর মোড়ক উন্মোচন

বড়লেখার দক্ষিণভাগ বাজারের আর্বজনা পরিস্কার করল শিক্ষার্থীরা

  • সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বড়লেখা প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান কার্যক্রমকে সংহতি জানিয়ে দক্ষিণভাগ ছাত্র ইউনিটের আয়োজনে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ বাজারের সৌন্দর্য্য বৃদ্ধিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা বাজারের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে। এ কাজে কলেজ, স্কুলের শিক্ষার্থী, শিক্ষকদের পাশাপাশি সচেতন মহল স্বপ্রণোদিতভাবে অংশগ্রহণ করেন।

কেউ রাস্তা-ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন। স্কাউটস সদস্যরা সহ কিছু শিক্ষার্থীরা সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে এরা কেউ পরিচ্ছন্নকর্মী বা ট্রাফিক পুলিশ নন। এরপরও বাজারের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ লোকজন।

রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় দক্ষিণবাজার থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এসময় সড়কের পাশে থাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মূখে ময়ালা আবর্জনা পরিস্কার করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রের আইন শৃংখলার ফিরিয়ে আনার লক্ষ্য টহলরত সেনাবাহিনী , সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ।

সাইফুর রহমান, জিল্লুর রহমান উমেল, এমরান আহমদ, আফজাল হোসেন রুমেল, আসাদ আহমদ, মাহিন ও নাহিন শিক্ষার্থীরা জানান, নতুন বাংলাদেশের রূপকার আমরা তরুন শিক্ষার্থীরা সেজন্য আন্দোলনের প্রথম ধাপ সফল সম্পূর্ণ হওয়ায় দ্বিতীয় ধাপে রাষ্ট্র সংস্করের অংশ হিসবে প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্নতার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূর্বে সরকারের সংস্লিষ্ট উদ্যোগ না থাকায় ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয় দেশের সব বাজারগুলো। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমাদের বাজারের রাস্তা, স্কুল-কলেজ এবং খেলার মাঠ পরিষ্কার করার  কার্যক্রম শুরু করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews