নিটার প্রতিনিধি :: সাভারের নয়ারহাটে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এ সাংষ্কৃতিক কার্যক্রম পরিচালনা জন্য নিটার মেইন গেইট সংলগ্ন এলাকায় রয়েছে কাজী নজরুল ইসলাম থিয়েটার, পাশাপাশি খেলাধুলার জন্য রয়েছে একটি খেলার মাঠ যেটি কিনা শিক্ষার্থী মহলে “ক্যাফেটেরিয়ার মাঠ” হিসেবে পরিচিত ।
সরেজমিনে, শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় কাজী নজরুল ইসলাম থিয়েটারটির মূল উদ্দেশ্য এখানে শিক্ষার্থীরা মুক্তভাবে সাংস্কৃতিক চর্চা করবে। কিন্তু দুইতলা বিশিষ্ট থিয়েটারটির দুতলা বরাদ্দ দিয়ে রাখা হয়েছে স্টাফদের থাকার জন্য। সারাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনার নজির রয়েছে কিনা সেবিষয়ে সাধারণ শিক্ষার্থীরা সন্দিহান। এমতাবস্থায়, সাধারণ শিক্ষার্থীদের দাবি সেখানে বসবাসকারীদের অন্য কোথাও স্থানান্তর করে সেটি যেন সাধারণ শিক্ষার্থীদের জন্য পুরোপুরি ভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন করে সেটিতে ক্লাবের কার্যক্রম পরিচালনার উপযোগী করে দেওয়া হয়।
কাজী নজরুল ইসলাম থিয়েটারের পাশেই রয়েছে ক্যাফেটেরিয়া সংলগ্ন মাঠ। যেটিতে কিনা টানা দুই-তিন দিন বৃষ্টি হলেই হাটু সমান পানি জমে যায়। এক্ষেত্রে, শিক্ষার্থীদের দাবি যেন মাঠটিতে পর্যাপ্ত পরিমাণ বালু ফেলে উঁচু করা হয় এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হয়। তাদের ধারণা, কর্তৃপক্ষ নিয়মিত মাঠটি তদারকি ও পরিচর্যা করলে মাঠটির এরকম বেহাল দশা থাকবে না।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply