কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান সার্বজনীন শিব মন্দিরে কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে ৫দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ৭৩ তম ঝুলনযাত্রা। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে এ বছর মেলা বসেনি। গত ১৫ আগষ্ট আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হলে সোমবার (১৯ আগষ্ট) আনুষ্ঠানিকভাবে এ উৎসবের সমাপ্তি ঘটে। দীর্ঘ ৭৩ বছর ধরে আলীনগর চা বাগান পঞ্চায়েত ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা কমিটির আয়োজেন সার্বজনীন শিব মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব পালন করা হচ্ছে। সিলেট বিভাগের সবচেয়ে বড় ঝুলনযাত্রা হিসেবে পরিচিত আলীনগর চা বাগানের ঝুলনযাত্রায় প্রতিবছর দুর দুরান্ত থেকে শিশু, কিশোর, নারী পুরুষ সনাতনী ভুক্তবৃন্দ ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন এ উৎসবে আসেন। তবে এ বছর উপস্থিতি কম ছিল।
গত রোববার রাতে আলীনগর চা বাগানে ঝুলনযাত্রা উৎসব পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ রাজনৈতিক নেতবৃন্দ।
আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কৈরী জানান. আলীনগর চা বাগানে শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রায় রাধাকৃষ্ণের জন্ম থেকে সারা জীবনের কর্মকান্ডকে খন্ড খন্ড করে মূর্তি স্থাপন করে উপস্থাপন করা হয়েছে। উৎসবটি মূলত সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের হলেও সকল ধর্মের উৎসুক মানুষের উপস্থিতিতে এটি একটি বাৎসরিক মিলন মেলায় পরিনত হয়েছে। ঝুলনযাত্রা উপলক্ষে কঠোর পুলিশি নিরাপত্তা ছিল।
এদিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কালিবাড়ি, পাত্রখোলা চা বাগান মন্ডপসহ বিভিন্ন স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে।##
Leave a Reply