বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা সমাজসেবা কার্যালয় উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন ভিক্ষুককে খোঁজে এনে ক্ষুদ্র মোদি দোকানের উপকরণ দিয়ে ভিক্ষা বৃত্তি ছেড়ে আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে তাদের পুনর্বাসন সহায়ক উপকরণ (মোদি দোকানের মালামাল ও গবাদি পশু) প্রদান করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এতে ব্যয় হয়েছে ৫ লাখ টাকা। পুনর্বাসন সহায়ক উপকরণ বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম।
উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে পুনর্বাসন সহায়ক উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, সোনাতোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রমুখ।
Leave a Reply