বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় যৌথবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোররাতে পৃথকস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজনের বাড়ি থেকে একটি অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বর্ণি-বারহাল গ্রামের মৃত মো. আলা উদ্দিনের ছেলে মো. তেরাব আলী ওরফে চান্দ আলী এবং পশ্চিম দক্ষিনভাগ গ্রামের সোনা মিয়ার ছেলে তাজ উদ্দিন ও মিহারী গ্রামের অমুল্য চন্দ্র দাসের ছেলে সমিরন চন্দ্র দাস। মো. তেরাব আলী ওরফে চান্দ আলীর বাড়ি থেকে অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শনিবার ভোররাতে বিভিন্ন মামলার আসামি গ্রেফতারে পুলিশ ও যৌথবাহিনী অভিযান চালায়। এসময় উপজেলার বর্ণি-বারহাল গ্রামের মো. তেরাব আলী ওরফে চান্দ আলীর বসতঘর তল্লাশি চালিয়ে একটি অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতর করা হয়। অন্যদিকে পশ্চিম দক্ষিনভাগ এলাকা থেকে সিআর ৪০৪/২০২০ (কুলাউড়া) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী তাজ উদ্দিনকে এবং মিহারী এলাকা থেকে সিআর-৩৩৮/২০২৪ (বড়লেখা) মামলার পরোয়ানাভুক্ত আসামী সমিরন চন্দ্র দাসকে গ্রেফতার করে পুলিশ।
বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম জানান, যৌথবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজনের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। শনিবার বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply