বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলা প্রশাসন ও সেনা কর্মকর্তার উদ্যোগে বৃহস্পতিবার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসন ও উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মতবিনিময় সভা করেছেন। উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের দেশবিরোধী নানা ষড়যন্ত্রের ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেনা বাহিনীর বড়লেখা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইরতেকাউওর রহমান বলেন, ৫ আগষ্টের পর থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একটি চক্র নানামূখি তৎপরতা চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা বাধাতে তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভুত হচ্ছে। সকল ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে তারা নতুন নতুন গুজব ছড়াচ্ছে। এব্যাপারে সবাইকে সজাগ দৃষ্ঠি রাখতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থানার ওসি মো. আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়সল আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি কাজী এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জাতীয় ইমাম সমিতির বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কাদির, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব প্রকৃতি চৌধুরী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, মাধককুণ্ড খাসিয়া পুঞ্জির মন্ত্রী ওয়ানবর এল গিরি প্রমুখ।
Leave a Reply