বড়লেখায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত ১ বড়লেখায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

বড়লেখায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত ১

  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না আহমদ (২০) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মামুন আহমদ (৪৫) নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দাসেরবাজার এলাকায় চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুন্না উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। আহত মামুন একই ইউনিয়নের সুড়িকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য ছালিক আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, মুন্না আহমদ বৃহস্পতিবার সন্ধ্যায় দাসেরবাজার থেকে মোটরসাইকেলে করে বিয়ানীবাজারের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে বিপরীত দিক থেকে মামুন আহমদ মোটরসাইকেলে দাসেরবাজারের দিকে আসছিলেন। দাসেরবাজার এলাকায় মুন্নার মোটরসাইকেলে সাথে মামুনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মুন্না ও মামুন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে মুন্না মারা যান। মামুনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়লেখা থানা ওসি মো. আবদুল কাইয়ূম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না নামে একজনের মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী হাসপাতালে নিহতের ময়নাতদন্ত হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews