সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিরাইমপুর আউট সিগ্যানাল এর বাসিন্দা ও উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক ও পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি) সদস্য শহীদুল ইসলাম শহীদ ওরফে এই আই শহিদ (৫০) আর নেই।
মঙ্গলবার ১৩ অক্টোবর দুপুর সাড়ে বার টার সময় হৃদ রোগে আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যু বরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর বিরাইমপুর আউট সিগ্যানাল জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে কলেজ রোডস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।
শহিদের মৃত্যুতে পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল পরিবারের এর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয় এবং তার আত্মার মাগফেরা কামনাসহ শোক শান্তত পরিবারের পতি সমবেদনা প্রকাশ করা হয়।
এসএসএ/জেএইচজে
Leave a Reply