বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুয়ারারতল গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাতের আঁধারে অবৈধভাবে জোরপূর্বক প্রতিবেশির বসত ঘর সংলগ্ন প্রাকৃতিক টিলার প্রায় ১৫ ফুট গভীর করে কেটে ফেলেছেন। এতে সংলগ্ন বাসিন্দা বসির উদ্দিন সহ তিনটি নিরীহ পরিবারের বসতঘর যে কোন সময় ধ্বসে পড়ে মারাত্মক দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। এব্যাপারে ভোক্তভোগি বসির উদ্দিন অবৈধভাবে টিলা কর্তনকারি প্রভাবশালী ৭ ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
সরেজিমন ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী জামিল আহমদ, আলিম উদ্দিন, জুবের আহমদ, আব্দুল কাদির, রাসেল আহমদ ও শামীম আহমদের বসতবাড়ির সাথে বসির উদ্দিনের বসত বাড়ির সীমানা রয়েছে। তাদের সবার বাড়িঘর টিলা শ্রেণির ভূমিতে। গত ২৩ মার্চ রাতের আঁধারে জামিল আহমদ, আলিম উদ্দিন গংরা সীমানা সংলগ্ন টিলাটি জোরপূর্বক অবৈধভাবে প্রায় ১৫ গভীর করে কেটে ফেলায় মারাত্মক ঝুঁিকতে পড়েন বসির উদ্দিনসহ তিনটি পরিবার। ভারি বৃষ্টি ও বর্ষণে তাদের বসতঘর ধসে মারাত্মক দুর্ঘটনা ঘটার ও আর্থিক ক্ষতির সম্মুখিন হওয়ার আশংকায় ভোক্তভোগিরা এলাকায় বিচারপ্রার্থী হন। স্থানীয় ইউপি সদস্যসহ গ্রাম পঞ্চায়েতের মুরব্বিরা টিলা কর্তনকারিদের সীমানা প্রাচীর/গাইড ওয়াল নির্মাণ করে ভোক্তভোগিদের বসতবাড়ি নিরাপদ করে দেওয়ার সিদ্ধান্ত দেন। কিন্ত দীর্ঘদিন পরও অভিযুক্তরা বসির উদ্দিন গংদের বসতঘর সুরক্ষায় পদক্ষেপ না নেওয়ায় রোববার বিকেলে তিনি তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
থানার ওসি আবুল কাশেম সরকার জানান, টিলা কেটে বসতঘর ঝুঁকিতে ফেলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নিবেন।
Leave a Reply